কানাডায় নারী হাইকমিশনার পাঠাচ্ছে বাংলাদেশ

Published: 30 May 2024

পোস্ট ডেস্ক :


জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে কানাডায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমে আগাম রিপোর্ট হয়েছে। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, জর্ডানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি বিশেষত দেশটিতে কর্মরত নারী কর্মীদের জীবন-মানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত মিজ সোবহান। করোনা মহামারিকালে জর্ডানের ফ্যাক্টরি এবং ডরমিটরিগুলোতে বাংলাদেশি নারীকর্মীরা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি ছিলেন। যা ধীরে ধীরে কাটিয়ে ওঠার পাশাপাশি সহায়ক কর্মপরিবেশ সৃষ্টিতে জর্ডানের বাদশাহ’র দপ্তরসহ দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের মনোযোগ নিবিড় করতে দিনরাত খেটেছেন তিনি এবং অপ্রতূল জনবল নিয়ে চলা তার নেতৃত্বাধীন আম্মান মিশন।

একনিষ্ঠ সেইসব কাজের ‘পুরস্কার’ হিসেবে এ গ্রেড মিশন অটোয়ায় পোস্টিং পেয়েছেন তিনি। সেগুনবাগিচার রেকর্ড বলছে, গত ৫৩ বছরে এবারই প্রথম কানাডায় কোনো নারী হাইকমিশনার পাঠানো হচ্ছে।

স্মরণ করা যায়, বাংলাদেশের দুর্দিনের বন্ধু কানাডা। মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ট্রুডো সরকার, জনগণ এবং দেশটির মিডিয়ার অবদান অনস্বীকার্য।
১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী কানাডায় ওই বছরের মে মাসে রাষ্ট্রদূত পাঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর ‘৭৩ সালের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রদূতসহ ঢাকায় পূর্ণাঙ্গ মিশন খুলে কানাডা। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, উদ্বাস্তু, যুদ্ধাহত এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, গ্রামীণ উন্নয়ন; বিশেষত কৃষি, পানি ব্যবস্থাপনা, প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যখাতে নানাবিধ সহায়তার মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে কানাডা।