বোমা হামলার হুমকি, মুম্বইয়ে বিমানের জরুরি অবতরণ
পোস্ট ডেস্ক :
বোমা হামলার হুমকিতে আজ শনিবার ইন্ডিগো বিমান সংস্থার একটি বিমান জরুরি অবতরণ করেছে মুম্বই বিমানবন্দরে। ফ্লাইট নম্বর ৬ই ৫৩১৪ চেন্নাই থেকে মুম্বই যাচ্ছিল। এ খবর দিয়ে অনলাইন নিউজ ১৮ বলেছে, মুম্বই বিমানবন্দরে অবতরণের পর এতে পরীক্ষা নিরীক্ষা চলছিল। ইন্ডিগো বলেছে, অবতরণের পর ক্রুরা প্রোটোকল অনুসরণ করছেন। বিমানটিকে নিরাপত্তা গাইডলাইন অনুযায়ী বিচ্ছিন্ন পার্কিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব যাত্রীকে নিরাপদে নামিয়ে নেয়া হয়েছে। নিরাপত্তা তল্লাশি শেষে তা মূল টার্মিনালে নিয়ে যাওয়া হবে। একদিন আগে ভিস্তারার একটি ফ্লাইট জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে বোমা হামলার হুমকি পায়। পরে দেখা যায় তা ভুয়া।