সিলেটে একই পরিবারের মাটিচাপা পড়া সেই ৩ জনের মরদেহ উদ্ধার

Published: 10 June 2024

সিলেট অফিস :


সিলেট নগরীর চামেলীবাগ এলাকায় টিলা ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের সেই ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- আব্দুল করিম, তার স্ত্রী রোজি বেগম ও দুই বছরের ছেলে তানিজ উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সিলেট নগরীর চামেলীবাগ আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে মানুষ। আজ ভোররাত থেকে টানা বৃষ্টির কারণে ওই এলাকার একটি টিলা ধসে পাদদেশে থাকা দুটি পরিবারের ঘরের ওপর পড়ে। এ সময় আশপাশের লোকজন এসে একটি পরিবারের তিন জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তবে টিলার মাটির নিচে চাপা পড়েন আব্দুল করিম, তার স্ত্রী রোজি বেগম ও দুই বছরের ছেলে তানিজ উদ্দিন। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। এরপর দুপুরে মাটির নীচ থেকে তাদের তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে, দুঘর্টনার খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়র জানিয়েছেন, টিলা ধসে পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।