যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৫

Published: 27 June 2024

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং ১৩ বছরের এক কিশোরী মারাত্মকভাবে আহত হয়েছে। পরে পুলিশের অভিযানের সময় সন্দেহভাজন হামলাকারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন।

বুধবার উত্তর লাস ভেগাসের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ।

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর নাম এরিক অ্যাডামস। তার বয়স ৪৭ বছর। সকালের দিকে এরিক অ্যাডামস আত্মহত্যা করেন। তার আগের রাতে তিনি বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবনে ঢুকে গুলি চালিয়ে লোকজনকে হত্যা করেন।

পুলিশের ভাষ্যমতে, ওই সময় উত্তর লাসভেগাসের আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাডামসের সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়। এরপর পুলিশ অভিযানে নামে। পুলিশের অভিযানের মুখে এরিক অ্যাডামস পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশ তাকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিলে তিনি তা অগ্রাহ্য করেন এবং একপর্যায়ে নিজের গুলিতে আত্মহত্যা করেন।

ঘটনাস্থল থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের বয়স ৪০ এবং ৫০ বছর। পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ না জানিয়ে একে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছে।