প্রথম নারী প্রেসিডেন্ট পেলো নামিবিয়া
পোস্ট ডেস্ক :
প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত করলেন নামিবিয়ার জনগণ। মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে। তাতে ক্ষমতাসীন সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস অর্গানাইজেশনের (এসডব্লিউএপিও) নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া নামিবিয়ার প্রেসিডেন্ট-নির্বাচিত হয়েছেন। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, ৭২ বছর বয়সী নান্দি প্রেসিডেন্ট-নির্বাচিত হওয়ার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার কোল ঘেঁষা দেশটিতে নিজেদের রাজনৈতিক ভিত মজবুত করল এসডব্লিউএপিও। ১৪ জন প্রেসিডেন্ট প্রার্থীকে পরাজিত করে নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এই নারী। এবারের নির্বাচনে নান্দি মোট ৫৭ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে একজন প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। নির্বাচনী আইনের ধারা ১০৯ অনুযায়ী নেতুম্বো নান্দির নাম ঘোষণা করেন দেশটির নির্বাচন কমিশনের চেয়ারপার্সন এলসি এনগিকেম্বুয়া। ২০০৬ থেকে ২০১৮ সালের মধ্যে লাইবেরিয়ার এলেন জনসন সিরলিফ, ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত মালাউইয়ের জয়েস বান্দা এবং তানজানিয়ার বর্তমান সামিয়া সুলুহু হাসানের পরে নামিবিয়ার পঞ্চম প্রেসিডেন্ট এবং আফ্রিকার চতুর্থ নারী প্রেসিডেন্ট হচ্ছেন নান্দি। এসডব্লিউএপিও-এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন তিনি। স্বাধীনতা অর্জনের পর থেকেই নামিবিয়াতে ক্ষমতায় রয়েছে নান্দির দল। ১৯৯০ সালে দলটির নেতৃত্বে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীন হয়। এরপর ৩৪ বছর ধরে ক্ষমতায় আছে দলটি। গত ২৭ নভেম্বরের নির্বাচনের আগে বিশ্লেষকদের ধারণা ছিল এবার এসডব্লিউএপিও-এর ভরাডুবি হতে পারে। কেননা উচ্চমাত্রার বেকারত্ব ও অসমতা নিয়ে দেশের মানুষের মধ্যে হতাশা পরিলক্ষিত হচ্ছিল। তবে দেশটির স্বাধীনতা সংগ্রামে ভূমিকার ফলে গ্রামীণ এলাকা এবং বয়স্ক ভোটারদের মধ্যে দলটি শক্ত সমর্থন ধরে রেখেছে।