ভারতীয় বিমানবাহিনীর ‘মিরেজ ২০০০‘ যুদ্ধবিমান বিধ্বস্ত
পোস্ট ডেস্ক :
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে দেশটির একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এ ঘটনায় কেউ নিহত হয়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, উভয় পাইলট নিরাপদে আছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের বিমান বাহিনী (আইএএফ) এক্স-এর একটি পোস্টে জানিয়েছে, ‘আইএএফের দুই আসনের একটি মিরেজ ২০০০ বিমান আজ নিয়মিত প্রশিক্ষণ যাত্রার সময় মধ্যপ্রদেশ রাজ্যে শিবপুরী (গোয়ালিয়র) এর কাছে বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে মনে করা হচ্ছে।
উভয় পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য আইএএফ কর্তৃক একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’
ফ্রান্সের দাসো এভিয়েশনের নির্মিত বহুমুখী যুদ্ধবিমান ‘মিরেজ ২০০০’ প্রথমবারের মতো উড্ডয়ন করে ১৯৭৮ সালে।
ফরাসি বিমান বাহিনী ১৯৮৪ সালে এটিকে অন্তর্ভুক্ত করে।
৬০০টি মিরেজ ২০০০ তৈরি করা হয়েছিল, যার ৫০ শতাংশ ভারতসহ আটটি দেশে রপ্তানি করা হয়েছিল বলে দাসো এভিয়েশনের ওয়েবসাইটে জানিয়েছে।
মিরেজ ২০০০ একটি বহুমুখী যুদ্ধবিমান এবং এটি ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। সংবাদমাধ্যমের দাবি, অতীতে বিভিন্ন অপারেশনে এই যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।