মার্কিন সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম : জেলেনস্কি
পোস্ট ডেস্ক :
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুব কম।
জেলেনস্কি এনবিসি নিউজ প্রোগ্রাম ‘মিট দ্য প্রেস’-কে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশিত হয়েছে। আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) এটি সম্পূর্ণ সম্প্রচারের কথা রয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘সম্ভবত এটি খুব, খুব, খুব কঠিন হবে। এবং অবশ্যই, সমস্ত কঠিন পরিস্থিতিতে একটি সুযোগ থাকে। তবে আমাদের সম্ভাবনা কম – মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকার সম্ভাবনা কম। ’
এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। এটি মার্কিন প্রেসিডেন্টের দ্রুত এই সংঘাত অবসনের প্রতিশ্রুতির দিকে প্রথম বড় পদক্ষেপ।
যদিও ট্রাম্প জানিয়েছে, তিনি ইউক্রেনের ন্যাটোতে যোগদান করা বাস্তবসম্মত বলে মনে করেন না এবং কিয়েভ তার সম্পূর্ণ ভূমি ফিরে পাবে তারও সম্ভাবনা কম।
২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে।
ইউক্রেন দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ার সরে যাওয়ার দাবি জানিয়েছে এবং বলেছে, মস্কো যাতে আবার আক্রমণ না করে, তার জন্য তাদের ন্যাটো সদস্যপদ বা সমতুল্য নিরাপত্তার গ্যারান্টি পেতে হবে।
জেলেনস্কির মতে, পুতিন যুদ্ধ শেষ করার জন্য নয় বরং রাশিয়ার ওপর থেকে কিছু বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এবং মস্কোর সামরিক বাহিনীকে পুনরায় সংগঠিত করার জন্য যুদ্ধবিরতি চুক্তির আলোচনার টেবিলে বসতে চেয়েছেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে তিনি এটাই চান। যুদ্ধবিরতির দিয়ে তিনি বিরতি, প্রস্তুতি, প্রশিক্ষণ, কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে চান। ’
ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে তার এক ঘন্টারও বেশি সময় ধরে ‘ভালো আলোচনা’ হয়েছে। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, এটি প্রায় দেড় ঘন্টা স্থায়ী ছিল।
জেলেনস্কির অফিস জানিয়েছে, ট্রাম্প এবং জেলেনস্কি প্রায় এক ঘন্টা কথা বলেছেন। ট্রাম্প বলেছেন, ফোনালাপ ‘খুব ভালো হয়েছে’।