ভারতীয় বিয়ে করার প্রবণতা বাড়ছে বাংলাদেশিদের
পোস্ট ডেস্ক :
বাংলাদেশিদের মধ্যে ভারতীয় নাগরিকদের বিয়ে করার প্রবণতা বাড়ছে। পশ্চিমবঙ্গে এই বিয়ের ঘটনা ঘটছে বেশি। পশ্চিমবঙ্গের ম্যারেজ রেজিস্টার জেনারেলের অফিস থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, গত ৫ বছরে ৪১০জন বাংলাদেশি নারী পশ্চিমবঙ্গে ভারতীয় পুরুষদের বিয়ে করতে চেয়েছেন এবং প্রায় ৭৬ জন বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করতে চেয়েছেন । ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ভারতীয় নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের বিয়ে করার আবেদনের সংখ্যা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালে ভারতীয় বিয়ে করার জন্য ৫৩ জন বাংলাদেশি আবেদন করেছিলেন। আর ২০২৪ সালে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১১১। এর মধ্যে ১০০ জন নারী এবং ১১ জন পুরুষ ভারতীয় বিয়ের জন্য আবেদন করেছেন। নারীদের মধ্যে ৭৯ জন হিন্দু, ১৬ জন মুসলিম ও ৫ জন খ্রিষ্টান। আর পুরুষদের মধ্যে ৯ জন হিন্দু ও ২ জন মুসলিম।
ভারতীয়দের বিয়ে করার প্রবণতা বৃদ্ধির সম্ভাব্য কারণ সম্পর্কে সরকারি আধিকারিকরা জানিয়েছেন, সহজে ভারতীয় নাগরিকত্ব পাবার জন্যই বিয়ের পথ বেছে নেয়া হচ্ছে। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুসারে কোনও ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায়। ১৯৫৪ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়াও সহজ। আধার, প্যান বা ভোটার কার্ডের চেয়ে নাগরিকত্ব সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা অনেক বেশি বলেই বাংলাদেশিরা বিয়ের দিকে ঝুঁকছেন বলে মনে করা হচ্ছে । সরকারি আধিকারিকদের ধারণা, যারা বিয়ের জন্য আবেদন করছেন তারা সকলেই ভারতেই বসবাস করছেন। জানা যায়, আবেদনকারীদের মধ্যে অধিকাংশই হিন্দু।