ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ
সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

Published: 23 March 2025

পোস্ট ডেস্ক :


সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় দলটি। পরে সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সংবিধানের প্রস্তাবনা স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। এটি করা উচিত ছিল। সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা। সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। অনেকটা পুনর্লিখনের মতো। সেখানে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে। এটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার বিভিন্ন রকম সুযোগ আছে। সেটা আলাপ-আলোচনা করে পরে প্রকাশ করবো।’

বিএনপি পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় যে প্রস্তাবনা ছিল, সেটির পক্ষে বলে উল্লেখ করেন এই নেতা।

সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তন প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের চর্চার মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে। এটা নিয়ে কতটুকু অর্জন হবে, তা প্রশ্নের দাবি রাখে। এ বিষয়ে বিএনপি একমত নয়।’

এর আগে এদিন দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে মতামতের খসড়া জমা দেন।