সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি দুই নারী ও এক শিশুর লাশ উদ্ধার

Published: 11 April 2025

পোস্ট ডেস্ক :


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় দুই নারী ও এক শিশুর তিনটি খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১টার দিকে মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয় লাশগুলো।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে বলা যাবে।