তিন বছরের চুক্তিতে আর্সেনালে উইলিয়ান

উইলিয়ানকে দলে টানার ব্যাপারটি দারুণ মনে হয়েছে কোচ মিকেল অ্যারস্টার। এ ব্যাপারে তিনি বলেন, ‘ আমি বিশ্বাস করি, সে এমন একজন খেলোয়াড় অন্য দলের সঙ্গে আমাদের ব্যবধান গড়ে দিতে পারবে। আমরা গত কয়েক মাস তাকে পর্যবেক্ষণ করেছি। তাতে মনে হয়েছে তিনি তিন অথবা চারটি ভিন্ন জায়গায় খেলতে পারেন।’
এরআগে উইলিয়ান টানা ৭ বছর খেলেছেন চেলসিতে। ক্লাবটির হয়ে ব্রাজিলের এ তারকা মোট ৩৩৯ ম্যাচ খেলেছেন। এর মধ্যে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ শিরোপা ও ইউরোপা লিগ। এছাড়া ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন দুবার।