৮৩ মিনিটে তৃতীয় রাউন্ডে জকোভিচ
পোস্ট ডেস্ক : ৮৩ মিনিট লড়াই করে ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষ বিভাগের তৃতীয় রাউন্ডে উঠলেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। গতরাতে দ্বিতীয় রাউন্ডে অবাছাই লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরানকিসকে ৬-১, ৬-২ ও ৬-২ গেমে হারান জকোভিচ। নিজের ৭০তম ম্যাচ জিততে জকোভিচ সময় নিয়েছেন মাত্র ১ ঘন্টা ২৩ মিনিট।
ম্যাচ জয়ের পর জকোভিচ বলেন, ‘আমি খুব আনন্দিত বোধ করছি। আমি আশা করছি, এই ধারাটা অব্যাহত রাখতে পারব। এখনও অনেক দূর যেতে হবে। সামনে অনেক শক্ত প্রতিপক্ষ আসবে। তাদের বিপক্ষে লড়তে হবে এবং জিততে হবে।’
এবারের টুর্নামেন্টে জকোভিচের শিরোপা জয়ের পথে বড় বাঁধা দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল ও অস্ট্রিয়ার ডোমিনিক থিম। ১২বার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন নাদাল। তবে এখনই শিরোপা নিয়ে ভাবতে নারাজ জকোভিচ। তিনি সামনের কঠিন পথ পাড়ি দেওয়া নিয়ে ভাবছেন।