ইতিহাস গড়লেন বিরাট কোহলি
পোস্ট ডেস্ক : দল জিতলেও ব্যাট হাতে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।
এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৪, ১ ও ৩, অর্থাৎ সব মিলিয়ে মাত্র ১৮ রান।
প্রশ্নবিদ্ধ নেতৃত্ব মিলিয়ে প্রবল চাপে ছিলেন বিরাট কোহলি। সেই চাপকে প্রেরণা বানিয়ে অবশেষে জ্বলে উঠলেন আরসিবি অধিনায়ক।
খেললেন ৫৩ বলে ৭ চার ও ২ ছয়ের মারে ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস। কোহলি ও দেবদূত পাদিকালের (৬৩) দুরন্ত ফিফটিতে শনিবার আবুধাবিতে দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালুরু।
আর এই ইনিংসের মাধ্যমেই আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন কোহলি। টুর্নামেন্টের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েছেন সাড়ে ৫ হাজার রানের রেকর্ড।
আইপিএলে মাত্র তিনজন ব্যাটসম্যান ৫ হাজার রান টপকেছেন। এদের মধ্যে শুধু বিরাট কোহলিই সাড়ে ৫ হাজারের ঘরে পৌঁছে গেছেন।
তার পরেই রয়েছেন সুরেশ রায়না, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার এবং শিখর ধাওয়ান।