সিটিকে রুখে দিল লিডস
পোস্ট ডেস্ক : কোচ হিসেবে তার নিজের অর্জন ঢের বেশি হলেও পেপ গার্দিওলা বরাবরই গুরু মানেন মার্সেলো বিয়েলসাকে।
আর্জেন্টাইন কোচের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে দু’জনের প্রথম সাক্ষাতে কেউ কাউকে হারাতে পারলেন না। শনিবার বিয়েলসার লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানসিটি। লিডসের মাঠে স্টার্লিংয়ের গোলে শুরুতে এগিয়ে গিয়েও শেষ হাসি হাসতে পারেনি সিটি।
আরেক ম্যাচে জর্জিনহোর জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চেলসি। বুন্দেসলিগায় আর্লিং হরলান্ডের জোড়া গোলে ফ্রেইবুর্গের বিপক্ষে ডর্টমুন্ডও জিতেছে ৪-০ ব্যবধানে। এছাড়া লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ।