বড়লেখা ও জুড়ী সীমান্তে ভারতীয় মহিষ ও গরু জব্দ
বড়লেখা সংবাদদাতা : বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ফের তৎপর হয়ে উঠেছে। তারা প্রায় প্রতি রাতে পশুর চালান নিয়ে আসছে।
জুড়ীর ফুলতলা ইউনিয়নের পূর্ব-বটুলি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র ফুলতলা বিওপির টহল দল শুক্রবার রাতে ভারত থেকে পাচারকালে একটি অবৈধ মহিষ ও পাঁচটি গরু জব্দ করেছে।
শনিবার বিকালে আটক অবৈধ গবাদিপশুগুলো বিজিবি জুড়ী কাস্টমসে জমা দিয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে ফুলতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহল দল জুড়ী উপজেলার পূর্ব-বটুলি নামক স্থানে অবস্থান নেয়।
মেইন পিলার ১৮২৩/৩৩-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একজন চোরাকারবারি ভারতীয় অবৈধ মহিষ ও গরুর একটি চালান নিয়ে আসতে দেখে বিজিবি তাকে ধাওয়া করে।
পরবর্তীতে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ১টি ভারতীয় মহিষ ও ৫টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, সীমান্তে সবধরনের চোরাচালান বন্ধে বিজিবি তৎপর রয়েছে।