লিডস বাঁধা পেরোতে ব্যর্থ ম্যান সিটি
পোস্ট ডেস্ক : ১৬ বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগে ফিরে সুন্দর ফুটবলের পসরা বসিয়েছে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেড। চোখ ধাঁধানো ফুটবলের সঙ্গে সাফল্যও পাচ্ছে নবাগতরা। শনিবার রাতে ম্যানচেস্টার সিটিকে আটকে দিয়েছে বিয়েলসার দল।
বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল লিডসের বিপক্ষে পেয়েছিল ৪-৩ গোলের ঘাম ঝরানো জয়। রানার্স আপ ম্যানচেস্টার সিটি পারেনি লিডস বাঁধা পেরোতে। শুরুতে লিড নিয়েও ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল।
লিডসের ঘরের মাঠ এলান্ড রোডে ১৭তম মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন রাহিম স্টার্লিং। কোচিং ক্যারিয়ারে বিয়েলসাকে প্রেরণা মানা পেপ গার্দিওলার দলকে এরপর চেপে ধরে লিডস। প্রথমার্ধের শেষের আগেই মাঠের নিয়ন্ত্রণ হারায় সিটি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিডস। প্রথমার্ধে সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের দুটি দারুণ সেভে লিড ধরে রাখে সিটি। ৫৯ মিনিটে এডারসনের ভুলেই গোল হজম করে সফরকারীরা। বল পাঞ্চ করতে গিয়ে ঠিকমতো পারেনিন তিনি। ছোট ডি-বক্সের মুখে জটলার মধ্যে বল পেয়ে জালে ঠেলে দেন গত মাসে ভ্যালেন্সিয়া থেকে আসা রদ্রিগো। ব্রাজিলিয়ান গোলরক্ষকের কল্যাণেই অবশ্য এক পয়েন্ট জুটেছে সিটিজেনদের। ৭০ ও ৮৬ মিনিটে নিশ্চিত দুটি গোল বাঁচান তিনি।
৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে লিডস ইউনাইটেড। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে ম্যানচেস্টার সিটি। ৪ ম্যাচের সবগুলো জিতে শীর্ষে থাকা এভারটনের সংগ্রহ ১২ পয়েন্ট।