বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ব্রড-ওকস
পোস্ট ডেস্ক : ইংল্যান্ডে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) এ বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার ক্রিস ওকস। টেস্টে সেরার তকমা পেয়েছেন ডান-হাতি পেসার স্টুয়ার্ট ব্রড। আর অন্য দুই সংস্করন, ওয়ানডেতে ডেভিড উইলি এবং টি-টুয়েন্টিতে ডেভিড মালান সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বর্ষসেরার পুরস্কার পেয়ে ওকস বলেন, ‘বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেয়ে, আমি সত্যিই আনন্দিত। খবরটি শুনে প্রথমে চমকে গিয়েছিলাম। তবে পরে সহকর্মীদের কাছে থেকে পুরস্কার পেয়ে আমি সম্মানিতবোধ করছি।’
পুরুষদের সাথে সেরা নারী ক্রিকেটারও ঘোষণা করা হয়েছে। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন সারাহ গ্লেন। পিসিএর বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন জ্যাক ক্রলি। প্রতিবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পিসিএর পুরস্কার দেয়া হয়। এবার করোনার কারণে সেভাবে অনুষ্ঠানটি আয়োজন করা হয়নি।
বর্ষসেরা খেলোয়াড়রা :
বর্ষসেরা পুরুষ ক্রিকেটার – ক্রিস ওকস
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার – স্টুয়ার্ট ব্রড
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার – ডেভিড উইলি
বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটার – ডেভিড মালান
বর্ষসেরা নারী ক্রিকেটার – সারাহ গ্লেন
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার – জ্যাক ক্রলি