মেয়েদের এল ক্ল্যাসিকোতে রিয়াল খেল এক হালি
পোস্ট ডেস্ক : স্প্যানিশ নারীদের সর্বোচ্চ পেশাদার লিগ প্রিমেরা ইবারড্রোলাতে প্রথমবারের মতো আয়োজিত ঐতিহাসিক এল ক্ল্যাসিকোতে রোববার রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এবারের গ্রীষ্মে প্রথমবারের মত আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে মাদ্রিদের নারী দলটি। যে কারণে মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতে সুষ্পষ্ট ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সা।
মাদ্রিদের ভালডেবেবাসে প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। ১৮ মিনিটে প্যাট্রি গুইজারোর গোলে এগিয়ে যায় সফরকারী বার্সেলোনা। ফাউলের কারণে মাদ্রিদের আসলানির গোলটি বাতিল হয়ে যায়। ৫৫ মিনিটে মাদ্রিদ গোলরক্ষক মারিয়া রডরিগুয়েজের আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুন হয় বার্সার। ৬৬ মিনিটে নেদারল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার লিয়েকে মার্টিনস কাতালান জায়ান্টদের ব্যবধান ৩-০’তে নিয়ে যান। ৭৫ মিনিটে বার্সা অধিনায়ক এ্যালেক্সিয়া পুটেলাসের গোলে বার্সেলোনা সহজ জয়ে ২০২০/২১ মৌসুম শুরু করলো।
উল্লেখ্য ২০১৯ সালের জুন থেকে স্পেনের নারী ফুটবলের সর্বোচ্চ লিগে মাদ্রিদ অনুপস্থিত ছিল। তার পরিবর্তে তারা মাদ্রিদ ভিত্তিক ক্লাব সিটি ট্যাকনের পৃষ্ঠপোষকতা শুরু করে। এই ক্লাবটি সম্প্রতি শীর্ষ লড়াইয়ে ফিরেছে। যে কারণে এবারের গ্রীষ্মে নতুন রিয়াল মাদ্রিদ নামেই তারা লিগে খেলা শুরু করলো। ট্যাকনের উন্নীতির লক্ষ্যে এবারের গ্রীষ্মে নয়জন নতুন খেলোয়াড়কে চুক্তিভূক্ত করেছে মাদ্রিদ।
অন্যদিকে গত নয় মৌসুম ধরে শীর্ষ দুটি অবস্থানে থেকে লিগ শেষ করেছে বার্সেলোনা। প্রথম স্প্যানিশ দল হিসেবে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলারও যোগ্যতা অর্জন করেছে। ২০১৯ সালের ফাইনালে তারা লিঁওর কাছে পরাজিত হয়েছিল।