ধারে ইন্টারে যাচ্ছেন ইতালির ডিফেন্ডার ডার্মিয়ান

Published: 6 October 2020

পোস্ট ডেস্ক : ‍ ইতালির ডিফেন্ডার মাত্তেও ডারমিয়ানকে দলভুক্ত করে রক্ষণভাগকে আরো শক্তিশালী করতে যাচ্ছে ইন্টার মিলান। কিনে নেয়ার সুযোগ রেখে পারমা থেকে ধারে তাকে যুক্ত করা হচ্ছে বলে সোমবার ঘোষণা দিয়েছে ইন্টার।
আগামী জুনের শেষভাগ পর্যন্ত ডারমিয়ানের ওই ধারের চুক্তি বহাল থাকবে। এরপর ২.৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে তাকে স্থায়ী ভাবে দলভুক্ত করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে ওই চুক্তিতে।
৩০ বছর বয়সী এই ডিফেন্ডার ২০১৫ সালে তুরিনো থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। তবে ওল্ড ট্রাফোর্ডে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি তিনি। ২০১৯ সালে পারমার হয়ে ফের ইতালিতে ফিরে আসেন ডারমিয়ান।
আজ্জুরিদের হয়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ডিফেন্ডার ২০১৪ সালের বিশ্বকাপ স্কোয়াডেরও অংশ ছিলেন। তবে বিগত তিন বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ডারমিয়ান।