বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবস পালন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় বিশ্ব শিশু ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
সভায় বক্তারা সাম্প্রতিক দেশের বিভিন্ন এলাকায় ব্যাপাক হারে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেন। নারী ও শিশুদের নিরাপদ চলাফেরা নিশ্চিত করতে ও সবধরণের হয়রানী বন্ধে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত্ব আহবান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।