‘সালাহই সত্যিকারের হিরো’
পোস্ট ডেস্ক : উদার মানসিকতার জন্য লিভারপুলের মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহর সুনাম আছে। মিসরে স্কুল, হাসপাতাল প্রতিষ্ঠা করা ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশীদার হয়েছেন তিনি। করোনা মহামারিতে দুস্থদের প্রতি বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত । এবার অন্যায়ের প্রতিবাদ করে আলোচনায় এলেন তিনি।
গত সেপ্টেম্বরের ঘটনা। লিভারপুলের হোমভেন্যু অ্যানফিল্ডের পাশ দিয়ে যাচ্ছিলেন সালাহ। হঠাৎ দেখলেন গৃহহীন এক ব্যক্তিকে অপমান-অপদস্থ করছে কয়েকটি ছেলে। তাদের দিকে এগিয়ে যান সালাহ। তিরষ্কারকারীদের হাত থেকে বাঁচান ওই ব্যক্তিকে। এমনকি তাকে আর্থিকভাবে সহযোগিতাও করেন।
পুরো ব্যাপারটা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ‘ডেভিড ক্রেইগ’ নামে গৃহহীন সেই ব্যক্তির সাক্ষাতকার নিয়েছে বৃটিশ ট্যাবলয়েড দ্য সান। যেখানে ক্রেইগ বলেছেন, তার দেখা সত্যিকারের হিরো মোহাম্মদ সালাহ।
ক্রেইগ বলেন, ‘মো (মোহাম্মদ সালাহ) লিভারপুলের হয়ে মাঠে যতটা সুন্দর, মাঠের বাইরে মানুষ হিসেবেও তাই। সে শুনতে পেয়েছিল আমাকে অপমান করা হচ্ছে। সে ছেলেগুলোর কাছে এগিয়ে গিয়ে বললো, ‘একদিন তোমাদেরও এমন পরিণতি হতে পারে।’ এরপর সে আমার হাতে ১০০ পাউন্ড ধরিয়ে দিলো। বুঝতে পারছিলাম না, আমি ঘোরে আছি কিনা। আমার দেখা রিয়েল লাইফ হিরো সে। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।’
সে রাতেই অ্যানফিল্ডে আর্সেনালকে ৩-১ গোলে হারায় লিভারপুল। ওই ম্যাচে গোল পাননি সালাহ। তবে চলতি মৌসুমে অলরেডদের হয়ে ৪ ম্যাচে এক হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন এই ফরোয়ার্ড।