জার্মানিকে রুখে দিল তুরস্ক
পোস্ট ডেস্ক : তিনবার এগিয়ে গিয়েও জিততে পারল না জার্মানি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জার্মানিকে ৩-৩ গোলে রুখে দিয়েছে তুরস্ক। এ নিয়ে টানা তিন ম্যাচ ড্র করল জার্মানি।
ঘরের মাঠে দাপুটে ফুটবলেও গোলের দেখা পেতে জার্মানদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। উইলিয়ান ড্রাক্সলারের গোলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জোয়াকিম লোয়ের দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ওজান তুফানের গোলে সমতা ফেরায় তুরস্ক। ৫৮ মিনিটে ফ্লোরিয়ানের গোলে আবারো লিড নেয় জার্মানি। ৬৭ মিনিটে ইফেকান কারাকা তুরস্ককে আবারো সমতায় ফেরান।
রোমাঞ্চ ছড়ানো দ্বিতীয়ার্ধে গোল হয় আরো দুটি। ৮১ মিনিটে ভালডসমিট গোল করলে জয়ের সুবাস পেতে থাকে জার্মানি।
কিন্তু ইনজুরি টাইমে কেননা কারামান গোল করলে ড্রয়ের আনন্দে মাঠ ছাড়ে তুরস্ক।
উয়েফা নেশন্স লীগে প্রথম দুই ম্যাচে স্পেন ও সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে জার্মানি। প্রথম জয়ের খোঁজে আগামী রোববার ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।