গোল উৎসবে প্রস্তুতি সারলো ফ্রান্স-ইতালি

Published: 8 October 2020

পোস্ট ডেস্ক : বুধবার রাতে প্রীতি ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে ফ্রান্স ও ইতালি। আগামী সপ্তাহে উয়েফা নেশন্স লীগে মাঠে নামার আগে প্রস্তুতিটা দারুণ হলো দু’দলের। মলডোভাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালি। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ৭-১ গোলের বড় জয় পেয়েছে ইউক্রেনের বিপক্ষে।


শুরুর একাদশে প্রথমবার সুযোগ পেয়ে দুদার্ন্ত গোল করেছেন তরুণ ফরাসি ফরোয়ার্ড এদুয়ার্দো কামাভিঙ্গা। জাতীয় দলের জার্সিতে শততম ম্যাচটা জোড়া গোলে রাঙিয়েছেন অলিভিয়ে জিরুদ। ফ্রান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ গোল করা মিশেল প্লাতিনির পাশে বসলেন জিরুদ। সবচেয়ে বেশি ৫১ গোল থিয়েরি অঁরির। গোল পেয়েছেন আক্রমণভাগের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও অঁতোয়ান গ্রিজমান।

একটি গোল করেছেন তোলিসো। ইউক্রেনের ব্যবধান কমানো গোলটি ভিক্টর তিশানকভের।

মলডোভার বিপক্ষে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় ইতালি। নিয়মিত একাদশের বেশিরভাগই ছিলেন বেঞ্চে। ইতালির জার্সিতে সবচেয়ে বেশি বয়সে (৩৩ বছর ৬২ দিনে) অভিষেকে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন ফ্রান্সেসকো কাপুতো। জোড়া গোল করেন স্তেফান এল শারাউই। একটি করে গোল করেন ব্রায়ান ক্রিস্তান্তে ও দোমেনিকো বেরার্দি। অন্য গোলটি আত্মঘাতী।

উয়েফা নেশন্স লীগে ‘এ’ লীগের ১ নম্বর গ্রুপের ম্যাচে আগামী রোববার পোল্যান্ডের মাঠে খেলবে ইতালি। আর বুধবার নিজেদের মাঠে ডাচদের মুখোমুখি হবে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা রবার্তো মানচিনির দল।

রোববার পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। প্রতিযোগিতাটিতে এর তিন দিন পর ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে খেলবে তারা। আগামী শনিবার জার্মানির বিপক্ষে খেলবে ইউক্রেন। এর তিন দিন পর খেলবে স্পেনের বিপক্ষে। দুটি ম্যাচই ঘরের মাঠে খেলবে ইউক্রেন।