গোলপোস্টই কাল হলো পর্তুগালের!
পোস্ট ডেস্ক : উয়েফা নেশন্স লীগের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে নেমেছিল স্পেন-পর্তুগাল। ইউরোপের দুই পরাশক্তির লড়াইয়ে জেতেনি কেউই। বুধবার রাতে ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে। পুরো ম্যাচে দাপট দেখিয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি স্পেন। পর্তুগালকে দুইবার হতাশ করেছে গোলপোস্ট।
৩৫তম মিনিটে ফ্রিকিক থেকে পাওয়া বলে ঠিক মতো মাথা ছোঁয়াতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়ক সবচেয়ে বেশি হতাশ হয়েছেন ৫৩ মিনিটে। তার বুলেট গতির শট ফিরে আসে পোস্টে লেগে। ফিরতি বলে রেনাতো সানচেস হেড করলেও লক্ষ্যে থাকেনি।
৬৮ মিনিটে আবারো দুর্ভাগ্য সঙ্গী পর্তুগালের। রেনাতো সানচেসের শট ক্রসবারে লেগে গোললাইনের একটু সামনে পড়ে বল মাঠে ফেরে।
৭৫ মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের একটি প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন স্পেন গোলরক্ষক কেপা আরসিবালাগা। ম্যাচের যোগ করা সময়ে ফেলিক্স অবিশ্বাস্যভাবে গোল মিস না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো পর্তুগাল।
উয়েফা নেশন্স লীগে আগামী শনিবার স্পেন মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। তিনদিন পর খেলবে ইউক্রেনের বিপক্ষে। রোনালদোর পর্তুগাল রোববার মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। তিনদিন পর সুইডেনের মুখোমুখি হবে পর্তুগাল।