রোনাল্ডোর বাড়িতে চোর!
পোস্ট ডেস্ক : পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাদেইরার ফুনচালের বাড়িতে ঢুকল চোর। টাকা-কড়ি, দামি কোনো কিছু না নিয়ে শুধু রোনাল্ডোর জার্সি চুরি করে পালাল চোর।
স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, বুধবার রোনাল্ডো যখন লিসবনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে খেলছিলেন, তখন এমন অদ্ভুত কাণ্ডটি ঘটে তার বাড়িতে। বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা গেছে, গ্যারেজের দরজা খুলে ঢুকছে সেই চোর। সেই তল্লাশির পর দেখা যায়, দামি কোনো জিনিসই খোয়া যায়নি। কেবল রোনাল্ডোর সই করা জুভেন্টাসের একটা জার্সি ও বেসবলের একটি ক্যাপ খুঁজে পাওয়া যায়নি।
ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে চোরকে চিহ্নিত করেছে পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি)।
তবে চোরকে এখনও গ্রেফতার করা যায়নি।
এদিকে পিএসপির বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
তারা জানিয়েছেন, রোনাল্ডো পরিবারের পরিচিত কেউ হতে পারে এই চোর। এর আগেও চোরের এই বাড়িতে যাতায়াত ছিল।
সিআর সেভেনের এই বাড়িটির দাম ৭০ লাখ ইউরো। গত বসন্তে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের নিয়ে এ বাড়িতেই সময় কাটিয়েছেন রোনাল্ডো।
ইতালিতে করোনার ভয়াবহ সংক্রমণের সময় এই বাড়িতেই থেকেছেন রোনাল্ডো।