বলিভিয়াকে উড়িয়ে বিশ্বকাপ বাছাই শুরু ব্রাজিলের
পোস্ট ডেস্ক : ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনটা দারুণভাবে শুরু করলো ব্রাজিল। শনিবার সকালে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। গোলের দেখা পেয়েছেন ফিলিপে কুটিনহো ও মার্কিনিয়োস। অন্য গোলটি আত্মঘাতী।
নেইমারকে নিয়ে শঙ্কা ছিল। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সব শঙ্কা উড়িয়ে খেললেন পুরো ৯০ মিনিট। গোল না পেলেও রেখেছেন অবদান। ভীতি ছড়িয়েছেন বলিভিয়ার রক্ষণে।
পুরো ম্যাচে ব্রাজিলের দাপুটে ফুটবলে পেরে ওঠেনি বলিভিয়া। ঘরের মাঠ সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় ষোড়শ মিনিটে দানিলোর ক্রসে মার্কিনিয়োসের দারুণ হেড ঠিকানা খুঁজে নিলে এগিয়ে যায় ব্রাজিল। স্বাগতিকদের আক্রমণ সামলাতে ব্যস্ত বলিভিয়া পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়লেও রক্ষা পায়নি। ৩০তম মিনিটে রেনান লোদির বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিনো।
বিরতির পর চতুর্থ মিনিটে নেইমারের বুদ্ধিদীপ্ত পাসে স্কোরলাইন ৩-০ করেন ফিরমিনো। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করে বলিভিয়া। ৫১ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় তারা। তবে সেটা সহজেই ঠেকিয়ে দেন গোলরক্ষক ওয়েভারটন। ৬৬ মিনিটে ফিলিপে কুটিনহোর ক্রস ঠেকাতে গিয়ে বলিভিয়া ডিফেন্ডার হোসে কারাসকোর কাঁধে লেগে বল জালে জড়ায়। ৭৩ মিনিটে নেইমারের ক্রসে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন কুটিনহো।
টানা দুই ম্যাচ জিতলো ব্রাজিল। গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকা জয়ের পর টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থাকার পর নভেম্বরে দক্ষিণ কোরিয়াকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। লম্বা বিরতির পর মাঠে ফিরে দাপুটে জয় তুলে নিল সেলেসাওরা। আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে স্বাগতিক পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। মঙ্গলবার আর্জেন্টিনাকে আতিথ্য দেবে বলিভিয়া।