আইপিএলে অবিশ্বাস্য কীর্তি রাবাদার
বিশেষ সংবাদদাতা, ঢাকা : চলতি আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের ৭ ম্যাচে ১৭ উইকেট শিকার করে পার্পল ক্যাপ নিজের দখলে বেশ ভালোভাবে রেখেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার রাবাদা। আর টানা ২১ আইপিএল ম্যাচে উইকেট শিকারের অবিশ্বাস্য কীর্তি গড়েছেন এই প্রোটিয়ান।
এই মৌসুমের প্রতিটি ম্যাচেই পেয়েছেন উইকেট। এমনকি গত মৌসুমের কোনো ম্যাচেই রাবাদা উইকেটহীন থাকেননি। সবমিলিয়ে আইপিএল ইতিহাসে রেকর্ড ২১ ম্যাচে টানা উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েছেন এই প্রোটিয়া বোলার। এমনকি টানা ১০ ম্যাচে ন্যূনতম ২ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে রাবাদার।
সর্বশেষ ২০১৭ সালে নিজের প্রথম আইপিএলের আসরে কোনো ম্যাচে উইকেটশূন্য ছিলেন রাবাদা। এরপর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৯ রানে ৪ উইকেট দিয়ে সেই ২০১৭ সাল থেকে শুরু, এরপর ২০১৮ সালের আইপিএল এবং চলতি আসরেও টানা উইকেটশিকার করেই যাচ্ছেন রাবাদা। আইপিএলের ক্যারিয়ারে মাত্র ২৫ ম্যাচের ২১টিতেই টানা উইকেটে রাবাদার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৪৮-এ।
আইপিএলে টানা সবচেয়ে বেশি ম্যাচে উইকেট শিকারের আগের রেকর্ড ছিল ভারতীয় পেসার বিনয় কুমারের। ২০১২ ও ২০১৩ আসরে টানা ১৯ ম্যাচে উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি ভারতীয় পেসার।