ফেদেরারকে ছুঁয়ে ফেললেন নাদাল
বিশেষ সংবাদদাতা, ঢাকা : রজার ফেদেরারকে ছুঁয়ে ফেললেন রাফায়েল নাদাল। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে সুইস টেনিস তারকাকে স্পর্শ করলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। একইসঙ্গে ক্যারিয়ারের ১৩-তম ফরাসী ওপেনও চ্যাম্পিয়ন হলেন স্প্যানিশ টেনিস তারকা।
সুপার সানডেতে ফরাসী ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ক্লে কোর্টের রাজা। প্রথম সেটে জোকোভিচকে খাতাই খুলতে দেননি নাদাল। খেলার ফল নাদালের পক্ষে ৬-০, ৬-২, ৭-৫। দ্বিতীয় সেটেও কার্যত নাদাল ঝড়ে উড়ে যান সার্বিয়ান টেনিস তারকা। তৃতীয় সেট টাইব্রেকারে গড়ালেও শেষ হাসি হাসেন রাফায়েল নাদালই। ২ঘন্টা ৪১ মিনিটেই খেল খতম করে দেন নাদাল।
১৩টি ফরাসী ওপেন জিতে রেকর্ডও গড়লেন স্প্যানিশ তারকা। ২০১৮ সালে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নজির গড়েছিলেন ফেদেরার। এবার ফেদেরারের সেই রেকর্ডও স্পর্শ করে ফেললেন ৩৪ বছরের টেনিস তারকা। ১৩টি ফরাসী ওপেনের পাশাপাশি নাদালের ঝুলিতে রয়েছে ৪টি ইউএস ওপেন, ২টি উইম্বলডন ও ১টি অস্ট্রেলিয়ান ওপেন।
এত কিছু রেকর্ড গড়ার দিনে আরও একটি নজির গড়লেন বিশ্বের ২ নম্বর টেনিস তারকা। ফরাসী ওপেনের ফাইনাল জিতে রোলাঁ গারোতে ১০০টি ম্যাচ জয়ের নজিরও স্থাপন করলেন রাফায়েল নাদাল।