পাকিস্তানি ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব!

Published: 15 October 2020

পোস্ট ডেস্ক : ফিক্সিংয়ের তাণ্ডবে পাকিস্তানের বেশকিছু তারকা ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এবার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন এক ক্রিকেটার।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির অ্যান্টি করাপশান ইউনিট (আকু) তে রিপোর্ট করেছেন ওই ক্রিকেটারই। পিসিবিও বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে অভিযোগটি। অধিকতর তদন্তের স্বার্থে তারা যোগাযোগ করেছে ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সির (এফআইএ) সঙ্গেও।

নিরাপত্তার স্বার্থে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি পিসিবি। তবে জানা গেছে, পাকিস্তানের ওই ক্রিকেটার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তিনি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত সদস্য।
পাকিস্তানে চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ম্যাচে ওই ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার ঘটনাটি স্বীকার করেছে পিসিবি। পিসিবি জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে ম্যাচ চলাকালীন একজন সন্দেহভাজন ব্যক্তি ওই ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন।

পিসিবি’র অ্যান্টি করাপশান ইউনিটের ডিরেক্টর লে. কর্নেল (অব.) আসিফ মাহমুদ বলেন, অভিযোগের বিষয়ে আমি সংশ্লিষ্ট ওই ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তাকে ধন্যবাদ পিসিবির দুর্নীতি দমন কমিশনের আইন মেনে চলায় এবং বিষয়টি আমাদেরকে জানানোয়। তার রিপোর্ট অনুযায়ী অভিযোগটি আমরা তদন্ত করছি এবং আমরা বেশকিছু স্পর্শকাতর তথ্যও পেয়েছি। সেসব আমরা এফআইএর কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে তদন্তে তারা আমাদেরকে সাহায্য করবে।