বিরাট কোহলির বিশ্ব রেকর্ড

Published: 16 October 2020

পোস্ট ডেস্ক : বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বর্তমান সময়ের সেরা এই তারকা ক্রিকেটার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে একই দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ইতিহাস গড়েছেন।

এই রেকর্ড গড়ার পথে কোহলি ছাড়িয়ে গেছেন ভারতকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০০ ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন কোহলি। বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকেই বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। দলের হয়ে মাত্র ৪ ম্যাচে খেলা হয়নি তার। বাকি দুইশ’ ম্যাচে খেলেছেন তিনি।

চেন্নাই সুপার কিংস দুই বছর নির্বাসিত থাকায় সেই সময়ে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলেন ধোনি। যে কারণে তিনি একই দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার দিক থেকে পিছিয়ে রয়েছেন।

কোহলি যেখানে ২০০ ম্যাচ নিয়ে প্রথম, সেখানে ধোনি ১৯২ ম্যাচ খেলে তৃতীয় পজিশনে রয়েছেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল সমারসেটের হয়ে ১৯৬ ম্যাচ খেলে দ্বিতীয় পজিশনে রয়েছেন ইংলিশ ক্রিকেটার জেমস হিলড্রেথ।

কাউন্টি ক্রিকেটে নটিংহামশায়ারের হয়ে ১৯১ ম্যাচ খেলে চারে সামিট প্যাটেল। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৮৮ ম্যাচ খেলে পঞ্চম পজিশনে রয়েছেন সুরেশ রায়না।

চলতি আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাত গিয়েও হোটেলে রুম পছন্দ না হওয়ায় দেশে ফিরে যান রায়না। পরে অবশ্য দলের সঙ্গে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু শৃঙ্খলা ভঙ্গের কারণে চেন্নাই আর তাকে সুযোগ দেয়নি।