ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার
সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চাচা আবদুর রশীদ (৩৫)। তিনি গোলাপগঞ্জের ফুলবাড়ী (দক্ষিণপাড়া) গ্রামের মৃত মনফর আলীর পুত্র।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এছাড়া ভিকটিম যুবতীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ওসি।
এরআগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্বনাথের উপজেলা সদরের নতুন বাজারস্থ আরামবাগ এলাকায় (আক্তার মিয়ার বাসা) ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় চাচা আবদুর রশিদকে একমাত্র অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতা ভাতিজি।
রশীদের বাড়ি গোলাপগঞ্জে হলেও সে দীর্ঘদিন ধরে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নে বসবাস করে নতুন বাজার এলাকায় বীজ বিক্রির ব্যবসা করে আসছে।