রোনাল্ডোহীন জুভেন্টাসের
পোস্ট ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে শুভ সূচনা করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস।
মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ইতালিয় জায়ান্টরা।
দুটি গোলই করেছেন আলভারো মোরাতা।
গত কয়েক ম্যাচের মতো এই ম্যাচেও করোনায় আক্রান্ত দলের সেরা তারকা রোনাল্ডোকে ছাড়া মাঠে নেমেছে জুভেন্টাস।
তবে রোনাল্ডোর অনুপস্থিতি টের পেতেই দেয়নি আন্দ্রেয়া পিরলোর বাকি শিষ্যরা।
যদিও কিয়েভের মাঠে বেশ লড়াই করে জয় ছিনিয়ে এনেছে জুভিরা। ম্যাচের প্রথমার্ধে অনেক চেষ্টা করেও কিয়েভের গোলমুখ খুলতে পারছিল না জুভেন্টাসের ফরোয়ার্ডরা।
অবশেষে ৪৬ মিনিটে গিয়ে সাফল্য আসে। আলভারো মোরাতার দারুণ নৈপূণ্যে ১-০ তে লিড নেয় জুভেন্টাস।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তুরিনের দল। দারুণ চাপে রাখে ইউক্রেনিয়ানদের। প্রত্যাশিত ফলও আসে। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন মোরাতা।
জুভেন্টাসের রক্ষণভাগ ভেদ করতে না পেরে গোল দিতে ব্যর্থ হয় কিয়েভের ফরোয়ার্ডরা।
ফলাফল ২-০ গোলের ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ডো বিহীন জুভেন্টাস।