ফের ইনজুরিতে মাশরাফি
পোস্ট ডেস্ক : জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সময়টা মোটেই ভালো যাচ্ছে না।
গোটা পরিবারের করোনামুক্তি মিললেও এবার এই মহামারীতে আক্রান্ত হয়েছে তার দুই সন্তান হুমায়রা মুর্তজা ও সাহেল মুর্তজা।
সেই দুঃসংবাদ হজম না হতেই জানা গেল ইনজুরিতে পড়েছেন মাশরাফি। তার খুব ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, বুধবার বিকালে দৌড়ানোর সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে মাশরাফির।
জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ায় ও দীর্ঘদিন খেলার বাইরে থাকায় ফিটনেসে ঘাটতি দেখা দেয় মাশরাফির।
তবে এখনও অবসরের ঘোষণা না দেয়া এ সাবেক অধিনায়ক কিছু দিন পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন বলে জানা যায়।
আর সেই টুর্নামেন্টের নিজেকে প্রস্তুত করতে বাসার পাশে মিরপুর সিটি ক্লাব মাঠে ফিটনেস পরীক্ষায় নেমেছিলেন মাশরাফি। সেখানে দৌড়ানোর সময় এই চোট পান তিনি।
চোট কতটুকু গুরুতর সে বিষয়ে কিছু জানা যায়নি।