ফরেনসিক রিপোর্ট :
রায়হানের মৃত্যু হয় ভোতা অস্ত্রের আঘাতে
সিলেট অফিস : সিলেট বন্দরবাজার ফাড়িতে ‘নির্যাতনে’ রায়হানের মৃত্যু ভোতা অস্ত্রের আঘাতে বলে জানায় সিলেট ওসানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিকেল বোর্ড। এছাড়াও দু’টি আঙুলের নখ উপড়ে ফেলা হয় বলে জানানো হয়। দ্বিতীয় ময়না তদন্তেও প্রথম প্রতিবেদনের সামঞ্জস্য পেয়েছেন চিকিৎসকরা।
এর আগে গত ১৫ই অক্টোবর প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কাছে দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট হস্তান্তর শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ফরেনসিক মেডিকেল বোর্ড প্রধান ডা. শামসুল ইসলাম।
প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, তার শরীরে ১৪টি গুরুতরসহ ১১১টি আঘাতের চিহ্ন মেলে। মৃত্যুর দ্ইু থেকে চার ঘণ্টা আগে এসব নির্যাতন চালানো হয়েছিল।
প্রসঙ্গত, গত ১১ই অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে ‘নির্যাতন’ করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে ১২ই অক্টোবর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।