বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে পৌর শহরে বর্ণাঢ্য র্যালী, পথসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নিসচা’র উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই বড়লেখার উপদেষ্টা, সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান আহমদ খলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার ও পরিবহন শ্রমিক নেতা জিয়াউর রহমান, নিসচা’র যুগ্ম-আহ্বায়ক মার্জানুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আমান হাসান, নূরে আলম মোহন, আলী হোসেন প্রমুখ।
এছাড়া নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চনের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার আয়োজনে বড়লেখা পৌর শহরের হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় রাত ৮ ঘটিকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মো. খলিলুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বড়লেখা বাজারের ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তি হানিফ পারভেজ, নিসচা বড়লেখা উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য গোলাম কিবরিয়া, রাসেল আহমদ,আমান হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।