দিল্লির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ

Published: 24 October 2020

পোস্ট ডেস্ক : অধিনায়ক বদলেও হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তাই আজ টেবিলের শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কেমন খেলবে কেকেআর সে নিয়ে শংকা জাগতেই পারে।


শেষ ম্যাচে ব্যাঙ্গালুরের মাঠে সাড়ে ৭ ওভার বাকি থাকতে ৮ উইকেটে হারে কেকেআর।

সে ম্যাচে অবশ্য কমশক্তি নিয়ে মাঠে নেমেছিল নাইটরা। তাদের সেরা দুই ম্যাচ উইনার আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে খেলানো হয়নি। দুজনেইা চোটগ্রস্ত কারণে আপাতত খেলার বাইরে।

তাই আজ কি শক্তিশালী দিল্লির বিপক্ষে দলে ফিরবেন দু’জনেই? দলের নিয়মিত ব্যর্থ ব্যাটসম্যানদের কি বসিয়ে রাখা হবে? কয়টা পরিবর্তন আসতে পারে আজকে একাদশে।

তবে দেখে নেয়া যাক দিল্লির বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য প্রথম একাদশ –

শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, দীনেশ কার্তিক, এইউন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।