বড়লেখায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র পূজামণ্ডপ পরিদর্শন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলায় এবার ১২৯টি মণ্ডপে সার্বজনীন ও ১৩টি মণ্ডপে ব্যক্তিগতভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার ও রোববার উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও ইউএনও মো. শামীম আল ইমরান। পরিদর্শনকালে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এছাড়া তারা পূজার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গাপূজা উদযাপনের আহবান জানান। এসময় থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, ইউপি সদস্য আসিক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।