আর্সেনাল-লিস্টারের জয়
পোস্ট ডেস্ক : গতরাতে উয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও লিস্টার সিটি। আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডের ক্লাব ডানডাককে। ঘরের মাঠে ডানডাকের বিপক্ষে ৪২ মিনিটে প্রথম গোলে দেখা পায় আর্সেনাল। গোলটি করেন এডওয়ার্ড কেতিয়াহ। ২ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ফেলে আর্সেনাল। ৪৪ মিনিটে জোসেফ উইলক গোল করেন।
২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্সেনাল। তবে বিরতি থেকে ফিরে তারা আবারো এগিয়ে যায়। ৪৬ মিনিটে নিকোলাস পেপে গোল করলে আর্সেনালকে ৩-০ গোলে এগিয়ে দেন। এই স্কোর শেষ পর্যন্ত ধরে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ২ ম্যাচ থেকে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল। ২ ম্যাচে ২টিতেই হেরেছে ডানডাক।
‘জি’ গ্রুপের ম্যাচে লিস্টার ২-১ গোলে হারিয়েছে গ্রিকের ক্লাব এইকে এথেন্স এফসিকে । লিস্টার সিটির পক্ষে গোল দু’টি করেন জেমি ভার্ডি ও হামজা চৌধুরি । এথেন্সের পক্ষে একমাত্র গোল করেন মাওমার তানকোভিচ। এই জয়ে ২ ম্যাচ থেকে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে লিস্টার। ২ ম্যাচে ২টিতেই হেরেছে এথেন্স।