আর ক্রিকেট খেলবেন না- জানালেন ওয়াটসন
পোস্ট ডেস্ক : বয়সটাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারলেন না শেন ওয়াটসন। এবারের আইপিএলে তেমন ফর্মে ছিলেন না।
দল থেকে বাদও পড়েছিলেন। পরেরবার তাকে আইপিএলে দেখা যাবে না। শুধু আইপিএল নয়, সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাবেক অজি তারকা শেন ওয়াটসন। চেন্নাই সুপার কিংসের সূত্র উল্লেখ করে এমন খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট এই বছরেও শেন ওয়াটসনকে স্কোয়াডে রেখেছিল। তবে অজি তারকা ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিতে পারেননি। ১১ ম্যাচে ১২১.০৫ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ২৯৯ রান। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন। সেটাই তার একমাত্র হাফ-সেঞ্চুরি। ওই ম্যাচে ফাফ ডুপ্লেসিসের সঙ্গে ওপেনিং জুটিতে ১৮১ রানের পার্টনারশিপ গড়েন তিনি। তবে বাকি ম্যাচগুলোতে তিনি নিষ্প্রভ। শেষ ম্যাচে তো প্রথম একাদশে সুযোগই পেলেন না। বিগ ব্যাশ থেকে আগেই অবসর নিয়ে ফেলেছেন ওয়াটসন। এবার ক্রিকেট ছাড়তে যাচ্ছেন।