বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদের বড় ভাইয়ের ইন্তেকাল

Published: 3 November 2020

বিয়ানীবাজার উপজেলার কসবা বড়বাড়ী নিবাসী ফারুক আহমদ আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেটের আলহারমাইন হাসপাতালে ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।তিনি লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি,যুক্তরাজ্য আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আসুক আহমদ ও বিলুপ্ত বিয়ানীবাজার সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মাসুক আহমদের বড় ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে মারা গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এদিকে ফারুক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি বিশিষ্ট কমিউনিটি লিডার মুহিবুর রহমান মুহিব ও সাধারন সম্পাদক আমিনুল হক জিলু। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়া শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর।

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি মো: দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু ও কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন এক শোকবার্তায় ফারুক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন,মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। ট্রাস্টের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।