ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
পোস্ট ডেস্ক : বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রপোচার হয়েছে।
মঙ্গলবার আর্জেটিনার রাজধানী বুয়েন্স এইরের্সে একটি বেসরকারি ক্লিনিকে তার অস্ত্রোপচার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক বলেছেন, ‘শেষ পর্যন্ত ম্যারাডোনার অস্ত্রপোচার সফলভাবে শেষ হয়েছে। ১ ঘন্টারও বেশি সময় ধরে চলে অস্ত্রোপচার।’
সফল অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ম্যারাডোনা। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ৮৬ সালের বিশ্বকাপের মহানায়ককে।