দেবরের হাতে ভাবি খুন
বিশেষ সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলায় ভাবিকে খুন করার অভিযোগ উঠেছে দেবর আকরাম হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার ছাতিয়ান গ্রামে চেরাগীপাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মালা খাতুন। তিনি ছাতিয়ান গ্রামের চেরাগীপাড়ার ইকরামুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত ব্যক্তি আকরাম হোসেন একরামুলের আপন ছোট ভাই।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার আকরাম হোসেন তার তিন শিশু পুত্রকে মারধর করছিল। আকরামের বাবা বাধা দিতে গেলে তাকে আঘাত করে। এসময় তার ভাবি মালা খাতুন নির্যাতনে বাধা দিতে এগিয়ে আসলে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করে। এতে গুরুতরভাবে আহত হন তিনি।
প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দী শহরের একটি ক্লিনিকে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
অভিযুক্ত আকরাম হোসেনের বাবা সোলাইমান জানান, আকরাম একজন মাদকাসক্ত। সে প্রায়ই বাড়ির সকলকে নির্যাতন করে থাকে। আজ সকালে সে নিজের পুত্র সন্তানদের মারধর করছিল। আমি ঠেকাতে গিয়ে হামলার শিকার হই। পরে আমার বড় ছেলের স্ত্রী মালা খাতুন ঠেকাতে গেলে তাকে আকরাম হাসুয়া দিয়ে আঘাতে করে। আকরাম মাদকাসক্ত হওয়ায় তার স্ত্রী কয়েক মাস আগে তাকে তালাক দিয়ে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘাতক আকরাম হোসেন পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।