বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র
বিয়ানীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

Published: 5 November 2020

৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় বিয়ানীবাজার কলেজ রোড আল আমিন সুপার মার্কেটের সামনে বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের উদ্যোগে ফ্রান্স সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এক বিশাল মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

তরুণ আলেমের দ্বীন ইসলামী সমাজ বিনির্মাণে অগ্রসৈনিক মাওলানা মোঃকামাল হোসেন আল মাথহুরীর সভাপতিত্বে ও বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক ও আল কুরআন এন্ড ইসলামিক ইস্টাডিজের বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল মোছাব্বির সাহেব, ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃলবিবুর রহমান,
বিয়ানীবাজার কলেজ রোড ব্যবসায়ী সমিতির আহবায়ক আলহাজ্ব নুরুদ্দিন,ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন পরিষদের সেক্রেটারি আলহাজ্ব জামিল আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস,মাওলানা জাকির হোসেন, স্বদেশ সাহিত্য পরিষদের দায়িত্বশীল লুতফুল হক,এছাড়াও বিয়ানীবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
বক্তারা ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন। দেশবাসী সকলের প্রতি ফ্রান্স পণ্য বর্জনে উদাত্ত আহ্বান জানান। তারই পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি সহ রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন ও বয়কটের ঘোষণা প্রদানের জন্য দাবী জানানোহয়। পরিশেষে ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন পরিষদের সভাপতি মাওলানা মোঃকামাল হোসেন আল মাথহুরী বিভিন্ন শ্রেণী পেশা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আপামর জনসাধারনের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ও দোয়ার মাধ্যমে সমাপ্তি করেন।