বিয়ানীবাজারে মিলাদুন্নবী (সা) উদযাপন পরিষদের মাহফিল অনুষ্ঠিত

Published: 5 November 2020

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ বিয়ানীবাজারের উদ্যোগে মাহে রবিউল আউয়াল উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকালে বিয়ানীবাজারস্থ রয়েল স্পাইস রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত মাহফিলে প্রতি বছরের ন্যায় বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চলের স্কুল কলেজ এবং হাফিজিয়া ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের সভাপতি মাওলানা মো. কামাল হোসেন আল মাথহুরীর সভাপতিত্বে এবং আলহাজ্ব জামিল আহমদ, মাওলানা ছরওয়ার হোসেন ফৈয়াজী ও মো. জাহিদুর রহমানের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক ও আল কুরআন এন্ড ইসলামিক ইস্টাডিজের বিভাগীয় প্রধান মাওলানা মো. আব্দুল মোছাব্বির। প্রধান বক্তা ছিলেন সিলেট ক্লাসিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জনাব মো. লবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসার জনাব সৈয়দ কামাল হোসেন, ইসলামী ব্যাংক মাথিউরা ঈদগাহ শাখার ম্যানেজার মাওলানা মো. আব্দুল কাদির, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ আহমদ লোদি।
হাবিবুর রহমানের কুরআন তিলাওয়াত ও হাফিজ সাব্বির আহমদের নাতে রাসুল (সাঃ) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বিয়ানীবাজারের সুপারভাইজার মাওলানা জাকির হোসেন, রোটারিয়ান হাজী ফখরুদ্দিন, কলেজ রোড ব্যবসায়ী সমিতির আহবায়ক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, মাওলানা মিজানুর রহমান নোমানী, মাওলানা আব্দুল মালিক, মাওলানা সোহেল আহমদ, মাওলানা আমির হোসেন, মাওলানা ছারওয়ার হোসেন, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা হাফিজ আব্দুল ওয়াহিদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জয়নুল ইসলাম, মাস্টার লুৎফুল হক চৌধুরী, ঔপন্যাসিক আহমদ রেজা চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, সাইদুর রহমান, কামরান আহমদসহ প্রমুখ।

এসময় উপস্থিত বক্তারা বলেন, মাহে রবিউল আউয়াল মাসে নবী প্রেমে উজ্জীবিত হয়ে সমাজের সর্বস্তরে রাসুলুল্লাহ (সা) এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শান্তিময় এক নতুন পৃথিবী গড়ে তুলা সম্ভব হবে। নতুবা অশান্ত বিশ্ব আরো অশান্তির গহ্বরে তলিয়ে যাবে।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মিলাদ শরীফ ও দোয়া পরিচালনা করা হয়।