বিয়ানীবাজারে পল্লী বাউল লোক সংগীতালয়ের প্রতিষ্টা বার্ষিকী ও সংবর্ধনা সম্পন্ন

Published: 5 November 2020

বিয়ানীবাজারের বৈরাগীবাজারে পল্লী বাউল লোক সংগীতালয়ের ১৬তম প্রতিষ্টাবার্ষিকী পালন ও কেন্দ্রীয় কৃষক  লীগের সহ-অর্থ সম্পাদক রেজাউল হক রাসেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ সময় রেজাউল হক রাসেল বলেন, তৃণমুলের সংগীত শিক্ষার প্রতিষ্টানগুলো বৃহত্তর স্বার্থে কাজ করছে। এ ধরণের প্রতিষ্টান ঠিকিয়ে রাখা প্রয়োজন। কারণ এসব প্রতিষ্টান জাতশিল্লী তৈরী করতে সহায়ক হিসেবে কাজ করে।

 

গত বুধবার রাতে বৈরাগীবাজারস্থ পল্লী বাউল লোক সংগীতালয়ের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্টাতা ও সংগীত শিল্পী এম এস মানিকের সভাপতিত্বে ও এম এ ওমরের পরিচালনায় অনুষ্টিত অন্ষ্টুানে রেজাউল হক রাসেল এসব কথা বলেন।

 

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গীতিকার ও সাংবাদিক হাসানুল হক উজ্জল, বিয়ানীবাজার থানার এএসআই আবু তালেব, শিক্ষক এনামুল কবির ও গোপাল চন্দ্র দাস। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন মো লুৎফুর রহমান, ছাদিকুর রহমান, মোঃ সালেহ আহমদ, মো ইব্রাহিম আলী, মোঃ ইকবাল আহমদ, মোঃ ইয়াহিয়া মাহমুদ, মোঃ আলী নুর, সজিব আহমদ, মোঃ পাবেল আহমদ, রাজু আহমদ, মো: ছাব্বির আহমদ, তামবির আহমদ প্রমুখ।