জেনিফার অ্যানিস্টন আসলে কে?
পোস্ট ডেস্ক : তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন।
হলিউডের এই অভিনেত্রীকে মুভিপ্রেমীরা চেনেন। তবে তাকে চেনেন না খোদ ইংল্যান্ডের তরুণ পেস তারকা জোফরা আর্চার। একটা ভিডিও আলাপচারিতায় জেনিফার অ্যানিস্টনের নাম শুনে তিনি রীতিমতো চমকে যান। বলেন, উনি আসলে কে? সম্প্রতি আর্চারের আইপিএল দল রাজস্থান রয়্যালস সোশ্যাল সাইটে একটা ভিডিও প্রকাশ করেছে। যাতে জানা গেছে এই তথ্য।
রাজস্থানের দুই তারকা বিদেশি ক্রিকেটার বেন স্টোকস ও আর্চার প্রশ্নোত্তর খেলা খেলছিলেন। সেখানেই স্টোকসের কাছে তার পছন্দের সেলিব্রেটির নাম জানতে চান আর্চার। উত্তরে স্টোকস জেনিফার অ্যানিস্টনের নাম বললে আর্চার বেজায় অবাক হন। পাল্টা জিজ্ঞেস করেন, ‘উনি আসলে কে?’ আর্চারের জবাব শুনে স্টোকস যেন আকাশ থেকে পড়েন। তিনি বলেন, ‘উনি কে! এটা তুমি কি বললে! এরপর স্টোকস আর্চারকে চেনানোর চেষ্টা করেন জেনিফার আসলে কে?
ইংল্যান্ডের বিশ্বকাপ নায়ক স্টোকস আর্চারকে ‘ফ্রেন্ডস’ সিরিজের নাম বলেন। আর্চার তবু চিনতে পারছিলেন না। এরপর জনপ্রিয় সিরিজটিতে জেনিফার অ্যানিস্টনের চরিত্রের নাম (র্যাচেল গ্রিন) বলার পর আর্চার হাঁফ ছেড়ে বাঁচেন। তিনি চিনতে পেরেছেন! সেই ভিডিওটি টুইটারে পোস্ট করে রাজস্থান রয়্যালস লিখেছে, ‘নেটফ্লিক্স ইন্ডিয়া, আশা করি এরপরও আমরা তোমাদের বন্ধু থাকব।’ নেটফ্লিক্স ইন্ডিয়াও ফিরতি উত্তরে লিখেছে, ‘আমরা সব সময় তোমাদের পাশে আছি।