আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দিবালা
পোস্ট ডেস্ক : কাতার বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচে পাওলো দিবালাকে পাচ্ছে না আর্জেন্টিনা।
শারীরিক অসুস্থতার কারণে ছিটকে গেছেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার দেশের বাইরের লিগগুলোতে খেলা ফুটবলারদের নিয়ে ২৫ জনের ঘোষণা করেছে আর্জেন্টিনা । সেই তালিকায় ছিলেন দিবালাও। কিন্ত দিবালার খেলা হচ্ছে না।
আগামী শুক্রবার দেশের মাটিতে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে মেসিরা। এর পাঁচদিন পর খেলবে পেরুর মাঠে।
প্রথম দুই ম্যাচে একুয়েডর ও বলিভিয়াকে হারানো আর্জেন্টিনা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় আছে দুইয়ে। তাদের সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।