ইংল্যান্ডের সাকিব খেলবেন পাকিস্তান সুপার লিগে
পোস্ট ডেস্ক : আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফে পেশোয়ার জালমির হয়ে খেলবেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদ।
এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নেন পেশোয়ার জালমির ইংল্যান্ডের ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। তার পরিবর্তে পেশোয়ারে খেলার সুযোগ পেলেন ২৩ বছর বয়সী সাকিব।
করোনাভাইরাসের কারণে গত মার্চে বন্ধ হয়ে যায় পিএসএল। এ মাসে পিএসএলের বাকি থাকা প্লে-অফের খেলাগুলো আয়োজন করবে কর্তৃপক্ষ। তবে প্লে-অফে খেলবেন না ৭ ইনিংসে ১০৮ রান করা লিভিংস্টোন। দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন তিনি। তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে লিভিংস্টোন লিখেছেন, ‘পেশওয়ার জালমির হয়ে সময়টা উপভোগ করেছি আমি। সকলকে ফাইনালের জন্য শুভকামনা। আশা করি, শিরোপা জিততে পারবে তারা। আমার সতীর্থ সাকিব মাহমুদের জন্যও শুভকামনা।’
দেশের বাইরে এই প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেলেন সাকিব। ২০১৯ সালে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক হয় তার। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেক হয় সাকিবের। দেশের হয়ে ৪ ওয়ানডেতে ৫টি ও ৬টি টি-টোয়েন্টিতে ৩টি উইকেট নিয়েছেন তিনি।