রোনালদোর গতি এখন বোল্টের চেয়েও বেশি!
পোস্ট ডেস্ক : উসাইন বোল্ট। যিনি পরিচিত ‘জ্যামাইকান বজ্রবিদ্যুৎ’ নামে।
সেই কিংবদন্তি স্প্রিন্টার দাবি করেছেন, এই মুহূর্তে নি:সন্দেহে জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর গতি তার থেকে অনেক বেশি। আট বারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী বোল্ট ২০১৭ সালে ট্র্যাক থেকে অবসর গ্রহণ করেন। ওই সময় তিনি ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডধারী হিসেবেই বিদায় নিয়েছিলেন।
৩৫ বছর বয়সী রোনালদোকে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম ফিট খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। এই বয়সেও তার ক্ষিপ্রতা ও দক্ষতা প্রায়ই বিস্ময়ের জন্ম দেয়। বোল্টও বিশ্বাস করেন রোনালদোর মধ্যে এই মুহূর্তে তার থেকেও অনেক বেশি দ্রুততা রয়েছে। মার্কা স্পোর্টেসর কাছে এক সাক্ষাতকারে বোল্ট বলেন, ‘আমি নিশ্চিত সে এখন আমার থেকে অনেক বেশি ফিট। প্রতিদিনই সে ওয়ার্ক আউট করে। রোনালদো একজন সুপার অ্যাথলেট। সবসময়ই সে ফুটবলের শীর্ষ খেলোয়াড় ছিল। নিজেকে ফিট রাখার জন্য এতটা পরিশ্রম খুব কম খেলোয়াড়ই করে থাকে।’
এই বয়সে এসেও প্রতিদিনই যেন রোনালদো নিজেকে পরিণত করে তুলছেন। সেপ্টেম্বরে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে শততম গোলের রেকর্ড গড়েছেন। বুধবার অ্যান্ডোরার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জয়ী হয়েছির পর্তুগাল। সেই ম্যাচেও রোনালদো গোল করেছেন। ইরানের আলি দেইয়ের করা সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের থেকে আর মাত্র ৭ গোল পিছনে আছেন। ২০১৬ সালের ফাইনালে তার নেতৃত্বে ফ্রান্সকে ১-০ গোলে পরাজিত করে ইউরো শিরোপা জয় করেছিল। সেটাই ছিল জাতীয় দলের হয়ে রোনালদোর প্রথম শিরোপা। এরপর তার নেতৃত্বে গত বছর নেশন্স লিগের শিরোপাও জয় করে পর্তুগাল।