কপাল পুড়ল ভারতের!

Published: 20 November 2020

পোস্ট ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী নির্ধারণের জন্য পয়েন্ট সিস্টেমে বদল এনেছে আইসিসি।

তাতে কপাল পুড়েছে ভারতের। এত দিন ৩৬০ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল ভারত। কিন্তু এবার আইসিসি নিয়ম বদলে প্রাপ্ত পয়েন্টের অঙ্কের বদলে সম্ভাব্য পয়েন্টের মধ্যে কত শতাংশ পয়েন্ট পেয়েছে, সেটির ভিত্তিতে তালিকা নির্ধারণের নিয়ম করেছে। তাতে ভারত নেমে গেছে দুই নম্বরে! আর ০ পয়েন্ট নিয়ে নয় দলের মধ্যে তলানিতে অবস্থান বাংলাদেশের।

করোনার কারণে গত মার্চ থেকে পুরো বিশ্ব লকডাউন হয়ে যাওয়ায় জুলাই পর্যন্ত একের পর এক সিরিজ বাতিল হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এতদিনে যতগুলো ম্যাচ হওয়ার কথা ছিল, করোনার কারণে হতে পেরেছে মাত্র তার অর্ধেক। ২০২১ সালের জুলাইয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার কথা থাকলেও তত দিনে প্রস্তাবিত ম্যাচের ৮৫ শতাংশ শেষ করা যাবে। তাই পয়েন্ট নিয়মে বদল এনেছে আইসিসি।

এতদিন ভারত ৩৬০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল। আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল ২৯৬। কিন্তু ভারত ৩৬০ পয়েন্ট পেয়েছে ৪ টি সিরিজে সম্ভাব্য ৪৮০ পয়েন্টের মধ্যে। অর্থাৎ তাদের পয়েন্ট প্রাপ্তির হার ৭৫ শতাংশ। আর অস্ট্রেলিয়ার ২৯৬ পয়েন্ট এসেছে ৩ সিরিজে এবং সম্ভাব্য ৩৬০ পয়েন্টের মধ্যে। অর্থাৎ তাদের পয়েন্ট প্রাপ্তির হার ৮২.২ শতাংশ। সে কারণে শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের মাটিতে গত বছর দুই টেস্টের সিরিজ হারায় কোহলিদের কপাল পুড়েছে।পোস্ট ডস্কে :